ডিপ ফেকের শিকার হয়ে সোশ্যাল মিডিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। এমনকি, ভারতীয় ক্রিকেট দলের উঠতি তারকা শুভমন গিলের সঙ্গে সচিন কন্যে সারার ডিপ ফেক ছবি ভাইরাল হয়েছিল। সচিনকে দেখা গিয়েছিল একটি গেমিং এপ্লিকেশনের প্রচার করতে। যা সম্পূর্ণ ভুয়ো। এবার ওই সংশ্লিষ্ট গেমিং সাইট এবং ফেসবুক পেজের বিরুদ্ধে FIR দায়ের করল মুম্বই পুলিশ।
ভারতের তথ্যপ্রযুক্তি আইনের ৫০০ (মানহানি) এবং ৬৬এ (আপত্তিকর বার্তা পাঠানো) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে, এমনটাই খবর মুম্বই পুলিশ সূত্রে।
সোস্যাল মিডিয়ায় সচিন এই ভিডিয়ো প্রসঙ্গে সচিন লিখেছিলেন , 'এই ভিডিয়োটি নকল। মানুষকে বোকা বানানোর জন্য এটি বানানো হয়েছে। এ ভাবে প্রযুক্তির অপব্যবহার হতে দেখে খারাপ লাগছে। সকলের কাছে আমার অনুরোধ এই ভিডিও বিজ্ঞাপন এবং অ্যাপ্লিকেশন দেখলেই সঙ্গে সঙ্গে রিপোর্ট করুন।'
রীতিমতো রাগে ফেটে পড়েছিলেন ক্রিকেট কিংবদন্তি। তিনি আরও লিখেছিলেন , 'সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকেও এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। অভিযোগ জানালে দ্রুত পদক্ষেপ নিতে হবে। মিথ্যে খবর ছড়ানো বন্ধ করতে, ডিপফেকের অপব্যবহার রুখতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'