স্ত্রী অঞ্জলি এবং কন্যা সারাকে নিয়ে খোশমেজাজে কাশ্মীর সফর করছেন 'মাস্টার ব্লাস্টার্স' সচিন তেন্ডুলকর। কখনও তিনি উপভোগ করছেন গুলমার্গের তুষারপাত, কখনও পৌঁছে যাচ্ছেন ক্রিকেট ব্যাট তৈরির কারখানায়। সময় কাটাচ্ছেন সেনা জওয়ানদের সঙ্গেও। এবার লিটল মাস্টারকে দেখা গেল গুলমার্গের রাস্তায়, ক্রিকেট ব্যাট হাতে। ছেলেছোকরাদের সঙ্গে জমিয়ে ক্রিকেট খেললেন আধুনিক ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটার।
Annwesha Hazra: গোঁফ-দাড়ি-পাঞ্জাবি-তিলকে সেজে নায়িকা! চিনতে পারছেন?
সচিনের এবারের কাশ্মীর সফর রীতিমতো ঘটনাবহুল। বিমানে সচিনকে দেখে উচ্ছ্বাসে ভাসেন সহযাত্রীরা। বেড়াতে বেরিয়ে বরফে আটকে যায় সচিনের গাড়ি৷ সবকিছুই নেটিজেনদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মাস্টার ব্লাস্টার্স।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, কাঠের বক্স সাজিয়ে স্টাম্প তৈরি করে ক্রিকেট খেলছিল স্থানীয় ছেলেরা। সচিনও যোগ দেন তাদের সঙ্গে। বেশ কিছুক্ষণ ব্যাট করেন, ক্যাচ প্র্যাক্টিস দেন। ক্রিকেটের 'ভগবান'কে তাদের মাঝে পেয়ে ছেলেছোকরাদের আর পায় কে!