শুক্রবার আইপিএলের মিনি নিলাম জমিয়ে দিলেন স্যাম কারেন। ২০০৮ থেকে শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবথেকে বেশি দামি ক্রিকেটার হলেন ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারেন। মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে তীব্র লড়াইয়ের পর শেষমেশ তাঁকে কিনে নিল পাঞ্জাব কিংস। দাম উঠল ১৮ কোটি ৫০ লক্ষ টাকা! শুধু কারেনই নয়। তাঁর পরে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিয়েও তুমুল টানাটানি পড়ে যায়। শেষেমেশ মুম্বাই ইন্ডিয়ানস তাঁকে কিনে নেয় সাড়ে ১৭ কোটি টাকার বিনিময়ে।
উল্লেখ্য, গত বছরের আইপিএলে দক্ষিণ আফ্রিকার বোলার ক্রিস মরিসকে কিনেছিল রাজস্তান রয়্যালস। ১৬.২৫ কোটি টাকায়। সেটিই ছিল শুক্রবারের আগে পর্যন্ত আইপিএলে সবথেকে বেশি দাম দিয়ে ক্রিকেটার কেনার নজির।
স্যাম কারেনকে নিয়ে মুম্বাই ও পাঞ্জাবের লড়াইয়ের মধ্যেই একবার অংশ নিয়েছিল দিল্লি ক্যাপিটালসও। যদিও, তারা বেশি দূর এগোতে পারেনি হাতে বেশি টাকা না থাকায়। ২ কোটি টাকা বেস প্রাইজ ছিল ইংল্যান্ডের এই অলরাউন্ডারের। টি-২০ বিশ্বকাপে খেলবেন বলে গতবারের আইপিএলের মেগা নিলামে অংশ নেননি কারেন।