আশায় বুক বেঁধেছিলেন আপামর ভারতীয় টেনিসপ্রেমীরা। কিন্তু, শেষরক্ষা হল না। তীরে এসে ডুবে গেল তরী। অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open final) মিক্সড ডাবলসে রানার্স হলেন সানিয়া মির্জা। তাঁর পার্টনার ছিলেন আরেক ভারতীয় টেনিস তারকা (Sania Mirza-Rohan Bopanna) রোহন বোপান্না। ফাইনালে ব্রাজিলের স্টেফানি-মাতোস জুটির কাছে সানিয়ারা হারলেন ৬-৭ (২-৭), ২-৬ গেমে।
অস্ট্রেলিয়ান ওপেন মিক্সড ডাবলসে জয়ই সানিয়ার টেনিস জীবনের প্রথম গ্র্যান্ডস্ল্যাম জয়। যা হয়েছিল ২০০৯ সালে। তার সাত বছর বাদে ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলসেও খেতাব জেতেন সানিয়া (Sania Mirza)। তবে, ৭ বছর বাদে আবার নতুন করে ইতিহাস তৈরি করা হল না এই ভারতীয় টেনিস তারকার। এটিই তাঁর শেষ গ্র্যান্ড স্ল্যাম ছিল। ৪২ বছরের বোপান্না এর আগে ২০১৭ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন।
আরও পড়ুন: ঘাম ঝড়াতে হল না, তাহলে কীভাবে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে সানিয়া ?
প্রথম সেটের অষ্টম গেমে এগিয়ে গিয়েছিলেন সানিয়া-রোহন জুটি। কিন্তু, তার পরের গেমেই তাঁদের রক্ষণ ভেঙে দেন ব্রাজিলীয়রা।
প্রথম সেটে হারার পর আর ছন্দ ফিরে পাননি সানিয়া-বোপান্না। প্রথম সেটে ২-৭ হারার পর দ্বিতীয় সেটে কোনও লড়াই করতে পারেননি তাঁরা। হেরে যান ২-৬ গেমে ।
তারপর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি।