সানিয়া মির্জা-শোয়েব মালিকের বিচ্ছেদের খবর কি শুধুই গুজব ? তারকা জুটির এক বিশেষ পদক্ষেপে এবার এই প্রশ্নই উঠতে শুরু করেছে তাঁদের অনুরাগীদের মধ্যে । তারকা জুটি জানিয়েছেন, তাঁদের খুব শীঘ্রই একসঙ্গে দেখা যাবে । একটি টক শো হোস্ট করবেন তাঁরা । নতুন শোয়ের নামও জানানো হয়েছে ।
ওটিটি প্ল্যাটফর্ম উর্দুফ্লিক্স এই খবর শেয়ার করেছে তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে । শোয়েব-সানিয়ার নতুন টক শোয়ের নাম হল 'দ্য মির্জা মালিক শো'। শোয়ের পোস্টারও সামনে এসেছে, যেখানে দুই তারকাকে দেখা যাচ্ছে একসঙ্গে । উর্দুফ্লিক্স-এ দেখা যাবে এই শো । বর্তমানে, দুবাইয়ে রয়েছেন সানিয়া ও শোয়েব ।
ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা আর পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের বিয়ে ভাঙছে । খুব শীঘ্রই তাঁরা ডিভোর্স নিতে চলেছেন । বেশ কয়েকদিন ধরে এমনই খবরে তোলপাড় সোশ্যাল মিডিয়া । এমনকী খবর ছড়িয়েছিল, অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে সানিয়ার সঙ্গে প্রতারণা করেছেন শোয়েব । কিন্তু, তারকা জুটির এদিনের ঘোষণা সব গুঞ্জনে জল ঢেলে দিল বলেই মনে করছেন অনেকে । আবার অনেকে খুব দ্বন্দ্বের মধ্যে রয়েছেন । কারণ শোয়েব বা সানিয়া কেউই নতুন শো নিয়ে তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কোনও ঘোষণা করেননি ।