শেষ হল এক বর্ণময় যাত্রা। টেনিস জীবনের শেষ ম্যাচ খেলে ফেললেন সানিয়া মির্জা। ঘরের মাঠে চোখের জলে টেনিসকে বিদায় জানালেন তিনি। রবিবার হায়দরাবাদের লাল বাহাদুর স্টেডিয়াম প্রদর্শনী ম্যাচে শেষবারের মতো দেখল খেলোয়াড় সানিয়াকে। তাঁর সঙ্গী ছিলেন রোহান বোপান্না, যুবরাজ সিং এবং প্রাক্তন ডাবলস জুড়ি বেথানি মাতেক।
প্রায় দু'দশক আগে এই স্টেডিয়ামেই প্রথম ডবলিউটিএ সিঙ্গলস শিরোপা জিতেছিলেন সানিয়া। রবিবার তাঁর শেষ ম্যাচ দেখতে দর্শকাসনে ছিললন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন।
Srijit Mukherji-Durga rahasya: দেব-বিরসার ব্যোমকেশ আসছে, একই গল্প নিয়ে শুটিং শুরু করলেন সৃজিতও
ম্যাচের শেষে আবেগে কেঁদে ফেলেন সানিয়া। তিনি জানান, এই অশ্রু আনন্দের। দেশের হয়ে ২০ বছর টেনিস খেলেছেন তিনি। এর চেয়ে গর্বের আর কিছু হয় না!
টেনিস কোর্টে আর খেলোয়াড় হিসাবে না নামলেও ভারত এবং তেলেঙ্গানার খেলার সঙ্গে যুক্ত থাকবেন সানিয়া। এই বছরই রোহন বোপান্নাকে নিয়ে জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যাম খেলেছেন তিনি৷ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেও হেরে যান তাঁরা।