টেনিস থেকে অবসর (Retirement) ইঙ্গিত দিলেন ভারতের সানিয়া মির্জা (Sania Mirza)। বুধবার তিনি বলেন, চলতি বছরেই তাঁকে শেষবারের মতো (Sania Mirza announces retirement) কোর্টে নামতে দেখা যাবে।
বুধবারই অস্ট্রেলীয় ওপেনে (Australian Open) মহিলাদের ডাবলসে (Women’s doubles) তিনি খেলতে নেমেছিলেন নাদিয়া কিচেনককে (Nadia Kichenok) নিয়ে। কিন্তু, প্রথম রাউন্ডেই কাজা জুভান ও তামারা জিদানসেকের কাছে হেরে গিয়ে তাঁরা অস্ট্রেলীয় ওপেন থেকে বিদায় নেন।
৩ টি গ্র্যান্ডস্ল্যামের ডাবলস খেতাব জয়ী ৩৫ বছর বয়সী এই ভারতীয় টেনিস তারকা ২০১৫ সালে বিশ্বের এক নম্বর ছিলেন। মিক্সড ডাবলসেও (Mixed doubles) সমপরিমাণ খেতাব রয়েছে তাঁর।
শেষবার গ্র্যান্ডস্ল্যাম জেতেন অস্ট্রেলীয় ওপেনেই। ২০১৬ সালে। মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে। ওই বছরেই রিও অলিম্পিকেও (Rio Olympics) খেতাব জেতার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি।