অবসরের আগে সানিয়া জানিয়ে ছিলেন অস্ট্রেলিয়া ওপেনটাই শেষ। তাই এই ম্যাচে তাঁর ভক্তকূল দেখতে চেয়েছিলেন সানিয়ার জয়। কিন্তু আনা ডানিলিয়ার সঙ্গে জুটি বেঁধেও মহিলাদের ডবলসের দ্বিতীয় রাউন্ডে হেরে গেলেন সানিয়া মির্জা। এই ইন্দো-কাজাখ জুটি ৪-৬, ৬-৪, ২-৬ সেটে পরাস্ত হন। সানিয়াদের প্রতিপক্ষ ছিল, বেলজিয়ামের অ্যালিসন ভান ইউটভানচক ও ইউক্রেনের অ্যানহেলিনা কালিনিনা।
Hockey World Cup 2023: বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুঃসংবাদ, ছিটকে গেলেন হার্দিক
তবে রোহন বোপান্নার সঙ্গে জুটি বেধে মিক্সড ডাবলস জিতেছেন সানিয়ারা৷ শনিবার প্রথম রাউন্ডের বাধা টপকেছেন তাঁরা। অস্ট্রেলিয়ার ওয়াইল্ড কার্ড এন্ট্রি জেমি ফরলিস ও লুক সাভিলিকে ৭-৫ ও ৬-৩ সেটে পরাস্ত করেন তারা।