অস্ট্রেলিয়ান ওপেন (Autralian Open) দিয়ে গ্র্যান্ড স্ল্যাম (Grand Slam) কেরিয়ার শুরু হয়েছিল । আর কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামও অস্ট্রেলিয়ান ওপেন । সানিয়া মির্জা (Sania Mirza) তাঁর অবসরের ঘোষণা আগেই করেছিলেন । তবে, শেষ গ্র্যান্ড স্ল্যাম খেলার আগে আরও একবার স্মৃতিচারণ করলেন তাঁর ৩০ বছরের টেনিস সফরের (Sania Mirza on twitter) কাহিনি । টুইটারে দিলেন আবেগঘন বার্তা ।
সানিয়া জানিয়েছেন,৬ বছর বয়স থেকে তাঁর লড়াই শুরু হয়েছিল । কঠিন পরিস্থিতিতে তাঁর সবসময় পাশে থেকেছেন মা-বাবা, পরিবার । তাঁকে স্বপ্ন দেখার সাহস জুগিয়েছেন । তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন সানিয়া । গ্র্যান্ড স্ল্যাম জেতার স্বপ্ন দেখেছিলেন হায়দরাবাদের ছোট্ট মেয়েটি । অনেক বাধা, প্রতিকূলতা পেরিয়ে সেই স্বপ্ন পূরণ করেন । ২০০৫ সালে অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে গ্র্যান্ড স্ল্যামের যাত্রা শুরু করেছিলেন । ১৮ বছর পর সেই অস্ট্রেলিয়ান ওপেনেই শেষ গ্র্য়ান্ড স্ল্যাম খেলতে নামবেন সানিয়া । আর তাঁকে শেষ টেনিস খেলতে দেখা যাবে ফেব্রুয়ারি মাসে, দুবাইয়ে । টুইটারে সানিয়া লেখেন, " যখন আমি আমার কেরিয়ারের দিকে ফিরে তাকাই, অনুভব করি যে আমি শুধু গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে হাফ সেঞ্চুরিই করিনি, এর মধ্যে কয়েকটি জিততেও সক্ষম হয়েছি । দেশের হয়ে পদক জেতা আমার জন্য সবচেয়ে বড় সম্মান। মঞ্চে দাঁড়িয়ে তেরঙ্গাকে সারা বিশ্বে সম্মানিত হতে দেখা আমার জন্য সম্মানের। " এখন ম্যাচের প্রস্তুতি চলছে । আর এইসময় তাঁর কেরিয়ারের স্মৃতি রোমন্থন করে আবেগে ভাসছেন সানিয়া ।
আরও পড়ুন, BCCI on women's IPL: কোন কোন দল খেলবে মহিলাদের আইপিএলে, বিসিসিআই জানাবে ২৫ জানুয়ারি
সানিয়া লেখেন, "যখন আমি ১৮ বছর পর আমার শেষ অস্ট্রেলিয়ান ওপেন এবং তারপর ফেব্রুয়ারিতে দুবাই ওপেনের জন্য প্রস্তুতি নিচ্ছি, তখন আমার হৃদয় আবেগে পূর্ণ । আমি গর্ববোধ করছি । আমি যা কিছু অর্জন করেছি এবং আমার ২০ বছরের পেশাগত জীবনে যে স্মৃতিগুলো তৈরি করেছি তার জন্য আমি কৃতজ্ঞ । আমার জন্য সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হল আমি যখনই জিতেছি তখনই আমার দেশবাসীর হৃদয়ে আনন্দ দেখেছি ।" তবে, সানিয়া মনে করছেন, এখানেই শেষ নয় । তাংর কথায় জীবনে চলতে হবে । নতুন এবং অন্য স্মৃতি তৈরি করার সময় এসেছে ।