সব রূপকথায় হ্যাপি এন্ডিং হয় না, জীবনের নিয়ম এটাই। সানিয়া মির্জার কেরিয়ারের শেষ ম্যাচে জয় এল না। যদিও আপামর দেশবাসীর হ্রদয় জিতে নিয়েছেন সানিয়া।
দুবাই টেনিস চ্য়াম্পিয়নশিপে জয় অধরাই রইল, প্রথম রাউন্ডে ০-৬ এ ম্যাচ হেরে পেশাদার টেনিসকে বিদায় জানালেন ভারতীয় টেনিসের পোস্টার গার্ল সানিয়া মির্জা। দীর্ঘ দু'দশকের কেরিয়ারে ইতি। ছলছলে চোখে কোর্ট ছাড়লেন ৩৬ বছরের সানিয়া।
Nilanjana Sengupta Birthday: নীলাঞ্জনার জন্মদিন! হইহই করে উদযাপনে শামিল টলিপাড়ার একগুচ্ছ চেনা মুখ
রোহন বোপান্নার সঙ্গে জুটি বেধে অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডবলসের ফাইনালে হেরে গ্র্যান্ডস্লাম সফর শেষ করেছিলেন কদিন আগেই। তখনই জানিয়েছিলেন দুবাই ওপেনই তাঁর কেরিয়ারের শেষ টুর্নামেন্ট।