টেনিস তাঁর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু সেটিই তাঁর জীবনের সব নয়। কেরিয়ারের শেষ টুর্নামেন্ট খেলতে নেমে সংবাদমাধ্যমকে একথা জানালেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা (Sania Mirza)।
দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন সানিয়া। এই টুর্নামেন্ট খেলেই টেনিসকে বিদায় জানাবেন তিনি। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন, টেনিস তাঁর জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু টেনিসের বাইরেও জীবন রয়েছে। একটি টেনিস ম্যাচে হারলেও পরের ম্যাচেই কামব্যাক করা সম্ভব।
ISL East Bengal Wins : নায়ক নওরেম, ডার্বির আগে চমক ইস্টবেঙ্গলের, মুম্বইয়ের বিরুদ্ধে জয় ১-০ গোলে
ভারতের শ্রেষ্ঠ মহিলা টেনিস তারকা সানিয়া ৬টি গ্ল্যান্ড স্ল্যাম জিতেছেন। তিনটি মহিলাদের ডাবলসে, তিনটি মিক্সড ডাবলসে। ২০০৭ সালের মাঝামাঝি তিনি বিশ্ব ক্রমতালিকায় ২৭ নম্বরে ছিলেন। ভারতীয় মহিলা টেনিস তারকাদের মধ্যে সেটিই সর্বোচ্চ।