ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা এবং পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে বেশ কয়েকদিন ধরেই । সানিয়া মির্জার সোশ্যাল মিডিয়া পোস্টেও তার কিছুটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে । সম্প্রতি, টেনিস তারকার আরও একটি পোস্ট বিচ্ছেদের জল্পনাকে কিছুটা উসকে দিল ।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন সানিয়া মির্জা । সেখানে তিনি লিখেছেন, 'ভগ্ন হৃদয়েরা কোথায় যায়?' তাঁর উত্তরও দিয়েছেন, লিখেছেন, 'আল্লাহের খোঁজে যায়।' শোয়েবের সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনের মাঝে সানিয়ার এমন পোস্ট জল্পনার আরও ঘি ঢেলেছে । কিছুদিন আগেই ছেলে ইজহানের সঙ্গে একটি আদুরে ছবি পোস্ট করে সানিয়া লিখেছিলেন, 'কঠিন সময় পার হতে এই মুহূর্তগুলোই সাহায্য করে ৷ '
কোন কঠিন মুহূর্ত ? কেন ভগ্ন হৃদয় ...এধরনের উদাসী পোস্ট কেন দিচ্ছেন সানিয়া ? তাহলে কি শোয়েবের সঙ্গে বিচ্ছেদের জল্পনাই সত্যি ? এই বিষয়ে স্পষ্ট কোনও উত্তর মেলেনি শোয়েব বা সানিয়ার তরফে ।
২০১০ সালে সানিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শোয়েব । শোনা যাচ্ছে, এই ১২ বছরের সম্পর্কে এবার পড়তে পারে ইতি । এখন থেকেই নাকি এক ছাদের তলায় থাকছেন না সানিয়া-শোয়েব ৷ হাওয়ায় খবর ভাসছে, শোয়েবের নাকি অন্য নারীসঙ্গ রয়েছে ৷ ছেলে ইজহানের দায়িত্ব দুজনেই নিয়েছেন বলে খবর। যদিও কিছুদিন আগেই সানিয়ার সঙ্গে ছেলের জন্মদিন উদযাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শোয়েব ৷ কিন্তু সানিয়ার প্রোফাইলে সেসবের চিহ্ন নেই ৷