আর রাখঢাক নয় এবার সাফ জানালেন সানিয়া মির্জা শোয়েব মালিকের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই, এবার জল্পনায় শিলমোহর দিয়ে প্রথমবার মুখ খুললেন সানিয়া মির্জা৷ ইনস্টাগ্রাম পোস্টে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সানিয়া লেখেন, “আমাদের মধ্যেকার দূরত্ব অন্যদের আলোচনার বিষয় নয়। নিজেদের প্রয়োজনেই এই দূরত্ব তৈরি হয়েছে। এক জনের সঙ্গে শুধু মাত্র একটা দূরত্ব রয়েছে মানেই তাঁর ব্যবহার খারাপ এমন নয়। এটাও হতে পারে যে তাঁর ব্যবহার আমার জন্য সঠিক নয়।” ইন্সটাগ্রাম পোস্টে তাঁর সঙ্গে শোয়েবের ভাঙনের ইঙ্গিত স্পষ্ট। এদিন অবসরের কথাও ঘোষণা করেন টেনিস তারকা।
Sania Mirza: অবসরের সিদ্ধান্ত নিলেন সানিয়া, কেমন ছিল তাঁর কেরিয়ার গ্রাফ
উল্লেখ্য, শনিবারই টেনিস (Tennis) থেকে অবসরের ঘোষণা করলেন সানিয়া মির্জা (Sania Mirza) । ফেব্রুয়ারির পর তাঁকে আর টেনিস কোর্ট দেখা যাবে না সানিয়াকে । ১৯ ফেব্রুয়ারি শুরু হবে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপ। সানিয়া জানিয়েছেন, এই টুর্নামেন্টের পর তিনি টেনিস থেকে অবসর নেবেন ।