শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদ হয়েছে সানিয়ার । এমনকী তৃতীয়বার বিয়ে করেছেন পাক ক্রিকেটার । কিন্তু, এত কিছুর পরেও পাকিস্তানের শোয়েবের বাড়িতে ছেলেকে নিয়ে যেতে চান সানিয়া । সম্প্রতি, পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে সানিয়া জানিয়েছেন, শোয়েবের পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে । তিনি ইজহানকে নিয়ে তাঁর বাবার বাড়িতে যেতে চান ।
সানিয়া আরও জানান, পরিবার এবং বন্ধুদের বিরুদ্ধে গিয়ে শোয়েবকে বিয়ে করার সিদ্ধান্ত ভুল ছিল । এখন আক্ষেপ করতে হচ্ছে । তবে, পাক ক্রিকেটারের পরিবারের সঙ্গে যোগাযোগ রয়েছে সানিয়ার। সব থিতু হলে একবার ইজহানকে নিয়ে পাকিস্তানে শোয়েবের বাড়ি যাবেন। পরিবারের সবার সঙ্গে দেখা করবেন । তবে, সানিয়া এও জানিয়েছেন, বাবার তৃতীয় বিয়ের খবর শুনে ভেঙে পড়েছে ইজহান ।
জানা গিয়েছে, ছেলেকে নিয়ে দুবাই থেকে ভারতে ফিরেছেন সানিয়া । টেনিস তারকার কথায়, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে ছেলে । স্কুলে যেতে চাইছে না । কারণ স্কুলে বন্ধুরা সবাই ওর বাবার তৃতীয় বিয়ে নিয়ে জানতে চাইছে । ইজহান ভাল নেই । তাই ছেলেকে নিয়ে ভারতে ফিরেছেন তিনি ।