অল্পের জন্য বার্মিংহাম কমনওয়েলথে সোনা হাতছাড়া হল সংকেত সরগরের (Sanket Sargar)। চোটের জন্য ফাইনাল রাউন্ডে গিয়ে পিছিয়ে পড়েন মালয়েশিয়ার প্রতিযোগীর কাছে। স্ন্যাচিংয়ে ১১৩ কেজি তুলে শীর্ষে থাকলেও ক্লিন এবং জার্ক বিভাগে সেই স্থান ধরে রাখতে পারেননি। ক্লিন এবং জার্ক বিভাগে প্রথম চেষ্টায় ১৩২ কেজি তুললেও দ্বিতীয় বার ১৩৯ কেজি তুলতে গিয়ে হাতে চোট পান সংকেত। কিন্তু তিনি হার মানতে চাননি। চোট নিয়েই তৃতীয় বার ভার তুলতে এলেন। কিন্তু ব্যর্থ হলেন। শেষ পর্যন্ত রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে।
মহারাষ্ট্রের সাংলি জেলায় ভারোত্তোলন পরিচিত খেলা। এই জেলায় অল্প বয়স থেকেই ছোটরা ভারোত্তোলনের প্রশিক্ষণ নেয়। এটাই স্বাভাবিক ছবি। সেখানেই জন্ম সংকেতের। বাবার একটি ছোট পানের দোকান রয়েছে। ২২ বছরের সঙ্কেত ছোটবেলা থেকেই অনুশীলন শুরু করেন। মাত্র ১৩ বছর বয়স থেকে শুরু সঙ্কেতের ভারোত্তোলন।
Recruitment: বিডিও অফিসে ডেটা এন্ট্রি পদে নিয়োগ, আজই আবেদন করুন
সংকেত প্রথম নজরে আসেন ২০২০ সালে। সিনিয়রদের জাতীয় চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন তিনি। ২০২০ সালে খেলো ইন্ডিয়া গেমসেও সোনা পান সংকেত। তারপর থেকে তাঁর সাফল্যের পথে চলা শুরু।