এর আগে মরুশহরে IPL আয়োজন করেছিল BCCI। এবার সেই পথেই হাঁটছে ভারতীয় ফুটবল। এবার বিদেশের মাটিতে বসতে চলেছে সন্তোষ ট্রফি। AIFF সূত্রে খবর, সব ঠিকঠাক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে সন্তোষ ট্রফির ফাইনাল পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে সৌদি আরবে। ইতিমধ্যেই সৌদির ফুটবল ফেডারেশনের সঙ্গে মউ চুক্তি স্বাক্ষর করেছে ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন বা AIFF।
AIFF এর নয়া প্রেসিডেন্ট কল্যাণ চৌবে এবং সচিব শাজি প্রভাকরণের সঙ্গে চুক্তি করেন সৌদি আরবের ফুটবল সংস্থার প্রেসিডেন্ট ইয়াশের আল মিশাল এবং সাধারণ সচিব ইব্রাহিম আল কাশেম। বিদেশের মাটিতে খেলার সুযোগ পেলে খেলোয়াড়রা অনেক বেশি অনুপ্রেরণা পাবে বলেই এমন আয়োজন। ঐতিহাসিক এই টুর্নামেন্ট নিয়ে বিভিন্ন রাজ্যে এখনও উন্মাদনা রয়েছে৷ এছাড়াও সৌদিতে ভারতের অনেক মানুষ বসবাস করেন, তাদের কাছে দেশের ফুটবল পৌঁছে দিতেও এই অভিনব ভাবনা AIFF-এর।