২২ গজে গিল আর গ্যালারিতে সচিন কন্যে। এই ছবি চিনে গিয়েছে সকলেই। বিরুষ্কার স্মৃতি উস্কে দিয়ে ভারতের সঙ্গে নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচে গিলের হাফ সেঞ্চুরিতে উঠে দাঁড়িয়ে তালি বাজাতে দেখা গিয়েছিল সারা তেন্ডুলকরকে। এমনকি গিলরা মুম্বইতে ঢুকতেই সারা ছুটেছিলেন দেখা করতে। আহমেদাবাদের হাইভোল্টেজ ফাইনালও মিস করতে চান না তিনি। তাই আহমেদাবাদের উদ্দেশে ইতিমধ্যেই রওনা দিয়েছেন সারা।
Vicky Kaushal : 'স্যাম বাহাদুর'-এর প্রচারে কলকাতায় ভিকি, ঘুরলেন শহর, বললেন বাংলাও
এত উচাটন, এমন ঘন ঘন ফ্রেম বন্দি হওয়া, কিন্তু প্রেমবন্দি আদৌও দুজনে হলেন কীনা তা নিয়ে স্পষ্টত কিছুই বলেন না দুই তারকা। তবে দুইয়ে দুইয়ে চার করতে বেশি বেগ পেতে হয়নি অনুরাগীদের। একবার গিলকে সারার সঙ্গে প্রেম নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, গিল মুচকি হেসে স্রেফ জবাব দিয়েছিলেন ‘হয়তো’ আর একথাও স্পষ্ট করেছিলেন, সারা আলি খানের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন এক্কেবারে ভুয়ো। তবে কি তেন্ডুলকরের সঙ্গে জল্পনা ঠিক? সেতো সময়ই বলবে।