বুধবার মাস্টার ব্লাস্টারের সঙ্গে মাঠ আলো করেছিলেন সচিন কন্যে সারাও। শুভমন ব্যাট ঘোরাতেই তাঁর মুখে চোখে যে আনন্দ তাও ধরা পড়েছে ক্যামেরায়। তবে গিল নয়, সারা কিন্তু এদিন ছবি পোস্ট করলেন আরেক হ্যান্ডসামের সঙ্গে।
আসলে এদিন মাঠে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার বেকহ্যাম। তখনই স্টেডিয়ামে দেখা হয় সারা এবং বেকহ্যামের। কিংবদন্তি ফুটবলারকে সামনে পেয়ে ছবি তুলতে ভুললেন না সারা। সেসব ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই ভাইরাল।