আজ ২৬ মে চিপকে মহারণ । ২০১২ সালে এই মাঠেই কলকাতাকে প্রথম ট্রফি এনে দিয়েছিলেন গৌতম গম্ভীর, ২০২৪ এ তিনিই মেন্টর। প্ৰথর গুনছে তিলোত্তমা। এই মরশুমের শুরু থেকেই কেকেআরের খেলায় গ্যালারিতে থেকেছেন কিং। কিন্তু শেষবেলায় এসে অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ খান। ভর্তি হতে হয়েছিল হাসপাতালেও। কেকেআরের মঙ্গলবারের ম্যাচে এসেই অসুস্থ হয়ে পড়েন কিং। স্বভাবতই সকলের চিন্তা ছিল, ফাইনালে তিনি আদৌও মাঠে থাকতে পারবেন কি না।
কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফাইনালে কেকেআর-কে সরাসরি সমর্থন করতে মুম্বই থেকে চেন্নাই উড়ে গেলেন শাহরুখ খান। শাহরুখ একা নন, গোটা পরিবারও সঙ্গে যাচ্ছেন তাঁর।
শাহরুখের গ্যালারিতে থাকতেই যেন ষোলো কলা পূর্ণ হল কেকেআরের ভক্তদের। এবার চিপকে ফাইনাল ব্যাটল।