কলকাতা নাইট রাউডার্সের আকর্ষণ তিনি। তিনিই নাইটদের ইউএসপি। বলিউডের বাদশা। কিং খান৷ তিনি ইডেনে কেকেআর-এর ম্যাচ দেখতে আসা মানেই উৎসব। গ্যালারিতে SRKঝড় । কেকেআর জিতুক বা হারুক, বি ব্লকের বিখ্যাত সেই ব্যালকনি থেকে বাদশার হাত নাড়া দেখতে উন্মুখ হয়ে থাকে ইডেন। শনিবারও তার অন্যথা হবে না।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শনিবার, ২৩ মার্চের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নাইটদের এই মরশুমের আইপিএল অভিযান। সেই ম্যাচ দেখতে গ্যালারিতে থাকবেন কিং খান। ম্যাচের দুদিন আগেই দলকে সেটা জানিয়েও দিয়েছেন তিনি৷ এই ব্যাপারটা কিন্তু একেবারেই শাহরুখোচিত নয়।
Sukanta Majumdar: 'মাফলারের পর হাওয়াই চটি', কেজরি গ্রেফতার হতেই মমতাকে বিঁধলেন সুকান্ত
ক্রিকেট মহলে কান পাতলে শোনা যায়, শাহরুখের বেশ কিছু কুসংস্কার আছে৷ তিনি গ্যালারিতে থাকবেন কিনা তা স্থির করেন ম্যাচের দিন সকালে। তারপর চার্টার্ড ফ্লাইটে পুত্র-কন্যা, বন্ধুদের দিয়ে উড়ে আসেন খেলা দেখতে। তবে এবার ব্যতিক্রম। আগাম জানিয়ে দিয়েছেন তিনি আসছেন৷
২০১৪ সালের পর থেকে এক দশক আইপিএলে ব্যর্থতাই সঙ্গী কেকেআর-এর। সেই ক্ষতে প্রলেপ দেয় বাদশার উপস্থিতি। এবার তিনি থাকছেন একদম ডে ওয়ানেই।