চলতি আইপিএল-এর নিলামে নাম নেই বাংলাদেশের ক্রিকেটার শাকিব আল হাসানের । জানা গিয়েছে, নিলামে তিনি নামই দেননি । গত আইপিএল-এও সেভাবে ছিলেন না শাকিব । কেকেআর শাকিবকে কিনে নিলেও, তিনি আর পরে আইপিএল খেলেননি । কিন্তু, কেন বারবার পিছু হটছেন বাংলাদেশের ক্রিকেটার ? আসল কারণ খোলসা করলেন শাকিব নিজেই ।
শাকিব জানিয়েছেন, তিনি আর আইপিএল-এ খেলবেন না । লিগ ক্রিকেট থেকেই সরে গিয়েছেন । দেশের হয়ে শুধুমাত্র তিনটে ফর্ম্যাটেই খেলতে চান শাকিব । আর দীর্ঘদিন যাতে দেশের হয়ে খেলে যেতে পারেন, নিজের সেরাটা দিতে পারেন, সেকথা ভেবেই লিগ ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ।
শাকিবের কথায়, "আমি আইপিএলের নিলামে নাম দিইনি। আমার ম্যানেজার পাকিস্তান সুপার লিগে আমার নাম দিয়ে দিয়েছিল। সেখান থেকেও নাম সরিয়ে নিয়েছি। আমি তিনটে ফরম্যাটেই খেলছি। আশা করছি এটা চালিয়ে যেতে পারব।আমার ইচ্ছা দেশের হয়ে আরও অনেক দিন ক্রিকেট খেলায়। সেই কারণেই লিগ ক্রিকেট ছেড়েছি।"
বর্তমানে চোটের কারণে বিশ্রামে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটার । নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিন ও টি-টোয়েন্টি সিরিজেও থাকতে পারবেন না বলে জানিয়েছেন শাকিব