ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচের আগেই আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ। এই ম্যাচে অলরাউন্ডার শাকিব আল হাসানকে পাচ্ছে না তারা। আঙুলে চোট পাওয়ায় মাঠের বাইরে ছিটকে গেলেন এই নির্ভরযোগ্য অলরাউন্ডার। শাকিবের চোট নিয়ে বাংলাদেশের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ‘শুক্রবার দ্বিতীয় ওয়ানডে-তে একটি ক্যাচ নিতে যাওয়ার সময়ে শাকিব ওর ডান হাতের তর্জনীর ডগায় চোট পায়। অন্তত ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে শাকিবকে’
চোটের জন্য আগামী জুন মাসে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টও সম্ভবত খেলতে পারবেন না শাকিব। চোট সারিয়ে তিনি আবার কবে ক্রিকেট মাঠে ফিরতে পারবেন, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্ব দেন শাকিব।