বৃহস্পতিবার দেশে ফিরিয়ে আনা হবে কিংবদন্তি অস্ট্রেলিয় লেগ স্পিনার শেন ওয়ার্নের (Shane Warne) মরদেহ। ওয়ার্নের কফিনটিকে সজ্জিত করা হয়েছে অস্ট্রেলিয়ার (Australia) পতাকায়। একটি বিশেষ বিমানে করে তাঁর দেহ নিয়ে আসা হবে অস্ট্রেলিয়াতে।
এর আগে, শেন ওয়ার্নের দেহের (Shane Warne passes away) ময়নাতদন্ত করে থাইল্যান্ড পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, তাঁর মৃত্যু 'স্বাভাবিক' (Shane Warne natural death)।
আরও পড়ুন: যোগীরাজ্যে এগিয়ে বিজেপি, গোয়ায় খাতা খোলার ইঙ্গিত তৃণমূলের
প্রসঙ্গত, গত ৪ মার্চ থাইল্যান্ডের দ্বীপ 'কো সামুই'-তে ছুটি কাটাতে গিয়ে প্রয়াত হন শেন ওয়ার্ন।
তাঁর আকস্মিক প্রয়াণের খবরে হতভম্ব হয়ে গিয়েছিল গোটা ক্রিকেটদুনিয়াই। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (MCG) ওয়ার্নের স্ট্যাচুর (Shane Warne statue) সামনে শ্রদ্ধাজ্ঞাপন করেন তাঁর অগণিত ভক্ত।
ওয়ার্নের শেষকৃত্যের ২-৩ সপ্তাহ বাদে তাঁর স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে ইতিমধ্যেই জানিয়েছে এমসিজি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (Melbourne Cricket Ground) গ্রেট সাদার্ন স্ট্যান্ডের নাম বদলে সেটি শেন ওয়ার্নের নামে করা হবে বলেও ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে এমসিজি কর্তৃপক্ষ।