মৃত্যুর ৬ দিন বাদে বিশেষ বিমানে মেলবোর্নে ফিরিয়ে আনা হল কিংবদন্তি অস্ট্রেলীয় লেগ স্পিনার শেন ওয়ার্নের (Shane Warne) দেহ।
গত ৪ মার্চ শেন ওয়ার্নের (Shane Warne) আকস্মিক প্রয়াণের খবরে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা ক্রিকেটদুনিয়া। ব্যাঙ্কক বিমানবন্দর (Bangkok airport) থেকে চার্টার্ড বিমানে করে অস্ট্রেলিয়ার জাতীয় পতাকায় মুড়ে নিয়ে আসা হল ওয়ার্নের (Shane Warne) কফিন।
আরও পড়ুন: উত্তরপ্রদেশে বিজেপির জয়ের প্রতীক হয়ে উঠল বুলডোজার!
আট ঘণ্টার দীর্ঘ বিমানযাত্রার পরে মেলবোর্নের এসেনডন নর্থ বিমানবন্দরে ওয়ার্নের (Shane Warne) দেহ নিয়ে অবতরণ করে ওই বিমান।
তাঁর স্মরণে পরিবারের পক্ষ থেকে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে। যেখানে তাঁর ঘনিষ্ঠরা এবং কিছু অনুরাগী থাকবেন।
আগামী ৩০ মার্চ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে এই ক্রিকেটারের (Shane Warne last rites)।