Shikhar Dhawan : 'গল্পে এগিয়ে যেতে পাতা উল্টাতে হয়', ভিডিও পোস্ট করে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

Updated : Aug 24, 2024 10:21
|
Editorji News Desk

ক্রিকেট মাঠের গব্বর তিনি । এবার সেই মাঠ, সেই ২২ গজকে অলবিদা জানালেন শিখর ধাওয়ান । আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন ভারতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান । এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন । একইসঙ্গে আবেগঘন বার্তাও দিয়েছেন শিখর ।

ভিডিওতে শিখরকে বলতে শোনা যায়, বরাবরই তাঁর ইচ্ছে ছিল ভারতের হয়ে খেলবেন, ব্যাট করবেন । আর সেই স্বপ্নও পূরণ হয়েছে । আর এই স্বপ্নপূরণে সবসময় তাঁর পাশে থেকেছে তাঁর পরিবার, তাঁর কোচ তারক সিনহা, মদন শর্মা । প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন । একইসঙ্গে ভারতীয় টিম তাঁর কাছে দ্বিতীয় পরিবারের মতো । প্রত্যেকের থেকে প্রচুর ভালবাসা পেয়েছেন । আর তার জন্য ধন্যবাদও জানিয়েছেন । এরপরই জানান, এখন সময় এসেছে অবসর নেওয়ার ।

শিখর বলেন, 'সকলেই বলে যে গল্পে এগিয়ে যেতে পাতা উল্টাতে হয়, তাই আমিও তাই করতে যাচ্ছি। আমি আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি । যখন আমি আমার ক্রিকেট যাত্রাকে বিদায় জানাচ্ছি, তখন আমার হৃদয়ে একটা শান্তি আছে যে আমি আমার দেশের জন্য অনেক খেলেছি ।' তাঁকে সুযোগ দেওয়ার জন্য BCCI-কে ধন্যবাদ জানিয়েছেন । শিখরের কথায়, দেশের হয়ে যে খেলাটা খেলেছেন সেটাই তাঁর কাছে সবথেকে বড় বিষয় ।

২০২২ সালের ডিসেম্বরে ওডিআই ফর্ম্যাটে ভারতের হয়ে শেষবার খেলতে দেখা গিয়েছিল শিখর ধাওয়ানকে । তারপর থেকে দলের বাইরেই ছিলেন । খেলার সুযোগ পাননি । তবে, আইপিএল-এ ধাওয়ানকে চার, ছক্কা মারতে দেখেছেন ক্রিকেটপ্রেমীরা । আইপিএল থেকে তিনি অবসর নিচ্ছেন কি না, সেই বিষয়ে কিছু জানাননি । 

 শিখর ধাওয়ান ভারতের হয়ে ৩৪টি টেস্ট, ১৬৭টি ওয়ানডে এবং ৬৮টি টি-২০ ম্যাচ খেলেছেন । আন্তর্জাতিক ক্রিকেটে ২৪টি সেঞ্চুরি রয়েছে তাঁর । ৫০ ওভার ফরম্যাট তাঁর সর্বোচ্চ রান ৬৭৯৩ । টেস্ট ক্রিকেটে ২৩১৫ রান সংগ্রহ করেছেন শিখর ধাওয়ান । টি-টোয়েন্টিতে ১৭৫৯ রান করেছেন । 

Shikhar Dhawan

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin : অবসর নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের কান্না, গম্ভীরের কী ভূমিকা ছিল জানেন?

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের