ভারতীয় দলের জার্সিতে দীর্ঘদিন ধরে ব্রাত্য শিখর ধাওয়ান । কোনও ফর্ম্যাটেই আর সুযোগ দেওয়া হচ্ছে না ক্রিকেটারকে । শুধুমাত্র আইপিএলে খেলছেন তিনি । ব্যক্তিগত জীবনেও ভাল নেই শিখর ধাওয়ান । দীর্ঘদিন ছেলেকে কাছে পাননি । আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের পর একবছরের বেশি সময় হয়ে গেল ছেলেকে সামনাসামনি দেখেননি । আজ ছেলে জোরাভার-এর জন্মদিন । কিন্তু, ছেলের সঙ্গে দেখা করার উপায় নেই । দেখা তো নেইই, তার উপর প্রায় তিন মাস তাঁকে সব প্ল্যাটফর্ম থেকে ব্লক করে দেওয়া হয়েছে । তাই পুরনো ছবি পোস্ট করে ছেলের জন্য লিখলনে দীর্ঘ আবেগঘন পোস্ট ।
ধাওয়ান লেখেন,'একবছর হয়ে গেল আমি তোমাকে দেখিনি,আর প্রায় তিন মাস আমাকে সব জায়গা থেকে ব্লক করা হয়েছে । তাই, তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এই ছবি পোস্ট করছি ।' তবে ধাওয়ান জানান, সরাসরি কথা না হলেও, টেলিপ্যাথির মাধ্যমে তিনি ছেলের সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারেন । ছেলের উদ্দেশে আরও লেখেন, 'বাবা সবসময় তোমাকে মিস করে, ভালবাসে ।' ছেলেকে তাঁর পরামর্শ, 'দুষ্টুমি কর কিন্তু ধ্বংসাত্মক হয়ে যেও না। ধৈর্যশীল হও শক্তিশালী হও সবাইকে ভালোবেসো।' খুব শীঘ্রই আবার ছেলের সঙ্গে দেখা হবে, আশাবাদী ধাওয়ান । আর সেই মুহূর্তটার জন্য অপেক্ষায় থাকবেন তিনি ।
স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ করে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন ধাওয়ান। তাঁর অভিযোগ ছিল, স্ত্রী তাঁর উপর মানসিক নির্যাতন করেন। একমাত্র সন্তানকেও দীর্ঘ দিন তাঁর সঙ্গে থাকতে দেন না। এরপরই শিখর ধাওয়ানের বিবাহ বিচ্ছেদের আবেদন মঞ্জুর করে আদালত ।
আদালত জানিয়েছিল, ধাওয়ান চাইলে ছেলের সঙ্গে দেখা করতে পারবেন । ভিডিয়ো কল করে (আয়েশা অধিকাংশ সময় অস্ট্রেলিয়ায় থাকেন) ছেলের সঙ্গে কথা বলতে পারবেন তিনি। ছেলের স্কুলের ছুটি থাকলে তাকে নিজের কাছে এনে রাখতে পারবেন ধাওয়ান। সে ক্ষেত্রে কোনও আপত্তি করতে পারবেন না আয়েশা । তারপরেও ছেলের সঙ্গে কেন যোগাযোগ করতে পারছেন না ধাওয়ান, সেই নিয়েই উঠছে প্রশ্ন ।