ভারতীয় ক্রিকেট দলের বর্তমান পারফরম্যান্স দেখে মনেই হচ্ছে না যে, দলটা এক হয়ে খেলছে। এমনটাই মনে করেন শোয়েব আখতার ( Shoaib Akhtar ) ।
পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার ( Shoaib Akhtar ) বলেন, “এই ভারতীয় দলটাকে একেবারে ভাঙাচোরা দেখাচ্ছে ( Shoaib Akhtar on Indian cricket team ) । বিরাট কোহলি দায়িত্ব ছেড়ে দেওয়ার পর থেকে মনে হচ্ছে, এই ভারতের আর খেলারই ইচ্ছে নেই।“
আরও পড়ুন: তিনি জানেন কীভাবে নেতৃত্ব দিতে হয়, সমালোচকদের একহাত কেএল রাহুলের
বিরাট কোহলি এবং ভারতীয় বোর্ডের সাম্প্রতিক বিতর্কের ব্যাপার নিয়ে মন্তব্য করতে গিয়ে এই ৪৬ বছর বয়সী প্রাক্তন ফাস্ট বোলার ( Shoaib Akhtar ) বলেন, “ভারতীয় ক্রিকেট দল এখন এমন জায়গায় আছে, সমস্ত বিতর্ক দূরে ঠেলে তাদের উচিত সকলে মিলে একজোট হয়ে সুন্দরভাবে এগিয়ে চলা।“