শোয়েব মালিককে নিয়ে বিতর্ক চলছে তো চলছেই। প্রথমে সানিয়া মির্জার সঙ্গে বিবাহবিচ্ছেদ করে সানা জাভেদকে বিয়ে করা। তারপর বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে এক ওভারে তিনটি নো বল করা৷ এবার টুর্নামেন্টের মাঝপথেই তিনি খেলা ছেড়ে চলে গেলেন দুবাইয়ের বাড়িতে। বিপিএলে আর খেলবেনই না তিনি।
শোয়েব মালিকের পরিবর্তে দুই নতুন ক্রিকেটারকে দলে নিয়েছে তাঁর বিপিএল টিম ফরচুন বরিশাল। জানা গিয়েছে, শোয়েবের তৃতীয় বিয়ে মেনে নিতে নারাজ তাঁর পরিবার৷ পারিবারিক সংকট মেটাতেই তড়িঘড়ি বাড়ি ফিরতে হয়েছে তাঁকে।
বিপিএলে একেবারেই ভালো ছন্দে ছিলেন না শোয়েব৷ রান পাননি৷ বোলিংও তথৈবচ। ঢাকা পর্বের খেলা শেষ হতেই দুবাইয়ের বিমান ধরেন তিনি। প্রথমে মনে করা হয়েছিল, টুর্নামেন্টের সিলেট পর্ব শুরু হওয়ার আগে তিনি বাংলাদেশে ফিরবেন। কিন্তু ফরচুন বরিশাল বিবৃতি দিয়ে জানিয়েছে, শোয়েব আর বিপিএলে খেলবেনই না। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে আহমেদ শেহজাদ এবং আকিফ জাভেদকে