'শুভ জন্মদিন সানিয়া মির্জা।এই বিশেষ দিনে তোমার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবনের কামনা করি! আজকের দিনটি উপভোগ করো…।' ঘড়ির কাটায় রাত ১২ টা বাজতেই স্ত্রী সানিয়াকে এভাবেই জন্মদিনে শুভেচ্ছা বার্তা জানালেন পাক তারকা ক্রিকেটার শোয়েব। একই সঙ্গে টুইটারে স্ত্রী-র সঙ্গে একটি ছবিও পোস্ট করেন তিনি। যে ছবিতে একে অপরের চোখে চোখ রেখে তাকিয়ে রয়েছেন শোয়েব এবং সানিয়া।
মঙ্গলবার ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার ৩৬তম জন্মদিন। মধ্যরাত থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তিনি। এদিন রাতে শুভেচ্ছা জানান শোয়েবও। যা দেখে কার্যত হতবাক নেটিজনরা। কারণ দিন কয়েক ধরেই শোয়েব মালিক এবং সানিয়া মির্জ়ার বিবাহবিচ্ছেদ নিয়ে গুঞ্জন চলছে বিভিন্ন মহলে।
অনেকের দাবি বিবাহবিচ্ছেদও হয়ে গিয়েছে তাঁদের। কারণ তাঁদের সম্পর্কের মধ্যে প্রবেশ করেছেন তৃতীয় ব্যক্তি। গুঞ্জন উঠেছে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন পাকিস্তানের ক্রিকেট তারকা। মন দিয়েছেন পাকিস্তানের মডেল ও অভিনেত্রী আয়েশা ওমরকে। সেই কারণেই শোয়েব সানিয়ার ১২ বছরের সম্পর্কে ছেদ পড়তে চলেছে।
আর এই গুঞ্জনের মধ্যেই মঙ্গলবার রাতে শোয়েবের টুইট করে শুভেচ্ছা জানালেন স্ত্রীকে। যা এই বিবাহবিচ্ছেদের জল্পনাকে আলাদা মাত্রা দিয়েছে। প্রশ্ন উঠছে বিচ্ছেদ কি তবে হয়েই গিয়েছে? নাকি সব কিছু স্বাভাবিক রয়েছে বলেই জন্মদিনে শোয়েব বিশেষ শুভেচ্ছা বার্তা জানালেন স্ত্রী সানিয়াকে।