জীবনের শেষ গ্র্যান্ডস্লামেও সানিয়া মির্জার সঙ্গী হল বিতর্ক। ম্যাচ শেষের অনেকটা পর টুইট করলেন স্বামী শোয়েব মালিক।
নিজের টেনিস কেরিয়ারে ইতি টানার কথা জানিয়ে দিয়েছেন সানিয়া মির্জা (Sania Mirza)। বিদায়ী ভাষণে সানিয়া পরিবার-সন্তানের উল্লেখ করলেও স্বামীর কথা বলেননি। জীবনের শেষ গ্র্যান্ডস্লামের ফাইনাল খেলতে কোর্টে নামার আগেও শোয়েব মালিক কোনও টুইট করেননি, করলেন ম্যাচ শেষের অনেকটা পর।
সানিয়া-শোয়েবের সম্পর্কে দুরত্ব এসেছে, বিবাহবিচ্ছেদ হতে পারে, এমন সম্ভাবনার কথা বহুদিন ধরেই শোনা যাচ্ছে।
TISS-Modi Docmentary: কর্তৃপক্ষের সায় ছাড়াই মোদীর তথ্যচিত্র দেখানোর উদ্যোগ TISS-এর মুম্বই ক্যাম্পাসে
অস্ট্রেলিয়ান ওপেনের দর্শকাসনেও ছিলেন না শোয়েব। ম্যাচ শেষ হওয়ার বেশ কিছুক্ষণ পরে অবশ্য টুইট করেছেন শোয়েব। তিনি লিখেছেন, 'সব মহিলা ক্রীড়াবিদের কাছেই তুমি বিরাট অনুপ্রেরণা। তুমি বহু মানুষের প্রেরণা৷ এগিয়ে যাও।'
পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব জানিয়েছেন, সানিয়ার কৃতিত্বে তিনি গর্বিত।