এখনও পুরোপুরি ফিট নন। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিল্লিতে (India vs Australia) দ্বিতীয় টেস্টে শ্রেয়স আইয়ারের খেলার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্রের খবর অনুযায়ী, এই মুহূর্তে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন শ্রেয়স (Shreyas Iyer injury)। সেখানেই পিঠের চোটের চিকিৎসা চলছে তাঁর। এই চোটের কারণেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরের প্রথম টেস্টেও খেলতে পারেননি শ্রেয়স আইয়ার।
আরও পড়ুন: ফিরোজ শাহ কোটলা অপেক্ষায় নতুন মাইল ফলকের, শততম টেস্ট খেলবেন চেতেশ্বর পূজারা
তবে, চোট সম্পূর্ণ সেরে গেলে তৃতীয় এবং চতুর্থ টেস্টে শ্রেয়স দলে ফেরার জন্য শারীরিকবাবে উপযুক্ত হয়ে উঠবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ১৭ ফেব্রুয়ারি দিল্লিতে।