গতবারের আইপিএলে কেকেআর (KKR) এর নেতৃত্বে ছিলেন নীতিশ রানা (Nitish Rana), চোটের কারণে সেবার খেলতে পারেননি শ্রেয়স আইয়ার (। তবে এখন তিনি সুস্থ, এবং দুর্দান্ত ফর্মেও রয়েছেন। এবার কলকাতার হয়েই ব্যাট ধরবেন আইয়ার। প্রশ্ন উঠছে নেতৃত্ব নিয়ে। KKR -এর ক্যাপ্টেন কি নীতিশই থাকবেন না শ্রেয়স তা নিয়ে যদিও এখনও কিছুই চূড়ান্ত হয়নি।
India Vs South Africa : দল নির্বাচনে একাধিক ভুল, দক্ষিণ আফ্রিকায় ম্যাচ হেরে কী সাফাই অধিনায়কের ?
১৯ ডিসেম্বরের নিলামে চার জন বিদেশি-সহ ১২ জন ক্রিকেটার নেওয়ার সুযোগ রয়েছে , তাই অধিনায়ক নির্বাচনের ক্ষেত্রে নিলামের পরেও কিছুটা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে পারে কলকাতা। এদিকে, এবছর কেকেআর শিবিরের মেন্টশিপের দায়িত্ব রয়েছে গম্ভীরের উপর।