রঞ্জি ফাইনালের (Ranji Trophy 2023 Final ) দ্বিতীয়ে দিনে ঘুরে দাঁড়াচ্ছে বাংলা (Bengal) । বাংলার পেসার ঈশানের বলে সাকারিয়া বোল্ড হতেই সৌরাষ্ট্র হারালো চার উইকেট । ৪৫ বল খেলে ফিরে গেলেন চেতন সাকারিয়া । শুক্রবার সকালে ইডেনে শুরু হয়েছে রঞ্জি ফাইনালের দ্বিতীয় দিনের ম্যাচ । দিনের শুরুতেই 'ধীরে চলো' নীতিতে ব্যাটিং করছে সৌরাষ্ট্র (Saurashtra)।
বাংলার হয়ে বোলিং শুরু করেন মুকেশ কুমার এবং আকাশ দীপ । সৌরাষ্ট্রের হয়ে খেলা শুরু করলেও মুকেশের বলে এলবিডব্লিউ হন হারভিক । অর্ধশতরান পূরণের পরেই তিনি ড্রেসিংরুমে ফিরে যান । এরপর একে একে আউট হন জয়, জাদেজা, চেতন সাকারিয়া । এখন ক্রিজে রয়েছেন জ্যাকসন ও অর্পিত । ৪ উইকেটে সৌরাষ্ট্রের স্কোর এখন ১৩৫ ।
আরও পড়ুন, Ranji Trophy Final 2023: ইডেনে শুরু রঞ্জি ফাইনালের দ্বিতীয় দিনের ম্যাচ, উইকেট পেল বাংলা
বৃহস্পতিবার সবুজ ঘাসের উইকেট বুমেরাং হয়ে ফিরেছে বাংলার। প্রথম সেশনে এমন উইকেটে ব্যাটিং করা যে কোনও দলের পক্ষেই কঠিন হবে। সেটাই কাজে লাগাতে চাইছেন মনোজ তিওয়ারিরা। আকাশদীপ সিং ও মুকেশ কুমারকে কাজে লাগিয়ে প্রথম সেশনে যত দ্রুত উইকেট তুলে নিতে পারবেন, তত তাড়াতাড়ি ফিরে আসতে পারবে বাংলা (Bengal)।