ক্রিকেট বিশ্বকাপের (World Cup 2023) উন্মাদনা শুরু হয়ে গিয়েছে দেশজুড়ে, এরই মধ্যে তাঁর পছন্দের টিম ইন্ডিয়ার (Team India) ১৫ জনের দলের কথা জানালেন দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
এশিয়া কাপের জন্যে ভারত যে দল ঘোষণা করেছে তার থেকে তিন জনকে বাদ দিয়েছেন তিনি। তিন জন স্ট্যান্ড বাই ক্রিকেটারকেও রেখেছেন।
সৌরভের স্বপ্নের দলে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, কেএল রাহুল, শুভমন গিল, সূর্যকুমার যাদব, ঈশান কিশন, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, শার্দূল ঠাকুর, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ় এবং কুলদীপ যাদব।
কোনও ব্যাটার চোট পেলে তাঁর জায়গায় তিলক, প্রসিদ্ধ, যুজবেন্দ্র চহালরা রয়েছেন।