আইপিএল-এর শুরুতে রীতিমতো ব্যাড প্যাচ চলছে দিল্লি ক্যাপিটলস-এর। প্রথম চারটে ম্যাচের চারটেতেই হার! তাই নিয়ে চিন্তায় দলের ডিরেক্তর সৌরভ গঙ্গোপাধ্যায়। ঘুরে দাঁড়ানোর দাওয়াইও দিয়েছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক।
সৌরভের মতে, দলের বেশির ভাগ ভারতীয় ক্রিকেটার তরুণ হওয়ায় ছন্দ পেতে একটু সময় লাগছে। তিনি এও বলেছেন, ‘‘ ২০১৯ সাল থেকে দিল্লি যে ভাবে খেলেছে তাতে এই হার আরও ধাক্কা দিচ্ছে"। শনিবার বিরাট কোহলিদের বিরুদ্ধে ম্যাচে ক্রিকেটারদের আত্মবিশ্বাস দেখানোর পরামর্শ দিয়েছেন সৌরভ।
অক্ষর পটেলের ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে সৌরভের মুখে। তবে অক্ষরের একার পক্ষে ম্যাচ জেতানো সম্ভব নয়। তার জন্য বাকিদেরও এগিয়ে আসতে হবে, মত দাদার।