টি ২০ বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে হারের মুখে পড়তে হল ইংল্যান্ডকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমে সাত রানে হারল ইংল্যান্ড। টানটান উত্তেজনাপূর্ণ ওই ম্যাচে শেষ ওভারে জিতল দক্ষিণ আফ্রিকা। এবং এর ফলে সেমিফাইনালের প্রবেশের কাছাকাছি চলে গেল তারা।
শুক্রবারের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ওপেন করতে নেমে ৬৫ রান করেন কুইন্টন ডি কক। এবং অপর এক ওপেনার রিজা হেনড্রিক্স ১৯ রানে আউট হন। যদিও কুইন্টন ডি-কক আউট হওয়ার পর খুব একটা ভালো ইনিংস দেখা যায়নি দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়দের ব্যাটে। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা ১৬৩ রান তোলে।
ব্যাট করতে নেমে বড়সড় বিপর্যয়ের মুখে পড়তে হয় ইংল্যান্ড টিমকে। পঞ্চম ওভার থেকে ১২ তম ওভারের মধ্যে কোনও চার মারতে পারেনি ইংরেজ অধিনায়ক জস বাটলারের দল। এমনকি বড় শট খেলারও কোনও সুযোগ ছিল না। ৬১ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে প্রথম থেকেই চাপে ছিল তারা। ১৫৬ রানে শেষ হয় তাদের ইনিংস।