দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে কার্যত দাঁড়াতেই পারল না টিম ইন্ডিয়া। ব্যাটে বলে ভারতকে টেক্কা দিয়ে সহজ জয় ছিনিয়ে নিয়ে সিরিজে সমতা ফেরালেন প্রোটিয়ারা৷ সিরিজ এখন ১-১।
মঙ্গলবার প্রথমে ব্যাট করে ৪৬.২ ওভারে লোকেশ রাহুলেরা করেন মাত্র ২১১ রান। জবাবে দক্ষিণ আফ্রিকা ৪২.৩ ওভারে ২ উইকেট হারিয়ে রান তুলে নেয়। ৮ উইকেটে হারতে হয় ভারতকে। দক্ষিণ আফ্রিকার টনি ডি জোরজি দুর্দান্ত শতরান করেন।
সাই সুদর্শন এবং কে এল রাহুল ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটার রান পাননি। সুদর্শন করেন ৮৩ বলে ৬২ রান। কেরিয়ারের প্রথম দু’টি আন্তর্জাতিক ম্যাচেই অর্ধশতরান করলেন এই তরুণ৷ কে এল রাহুল করেন ৬৪ বলে ৫৬ রান। এদিন রান পেলেন না কেকেআর তারকার রিঙ্কু সিং। ১৭ রানে আউট হলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বার্গার ৩০ রানে ৩ উইকেট নেন। এরপর ব্যাট করতে নেমে সহজেই প্রয়োজনীয় রান তুলে নেন দক্ষিণ আফ্রিকা।