রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ খেলতে মাঠে নামছে ভারত । তবে, ম্যাচ শুরু দু'দিন আগেই ধাক্কা দক্ষিণ আফ্রিকা শিবিরে । সিরিজ থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার বোলার লুনগি এনগিডি । প্রোটিয়াদের জন্য বড় ধাক্কা হলেও, ভারতের জন্য যে এটা বড় অ্যাডভান্টেজ, তা বলা যেতে পারে ।
জানা গিয়েছে, চোট পেয়েছেন এনগিডি । বাঁ পায়ের পেশিতে চোট পেয়েছেন প্রোটিয়া বোলার । তাই তিনি টি ২০ সিরিজে খেলতে পারবেন না । আপাতত তিনি রিহ্যাবে থাকবেন । এনগিডির বদলে দলে থাকবেন বিউরান হেনড্রিক্স । শুধু টি ২০ নয়, সিরিজেও রয়েছেন এনগিডি । তার আগে তাঁকে সুস্থ করে তোলাই লক্ষ্য দক্ষিণ আফ্রিকার ।
১০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে টি২০ সিরিজ । অন্যদিকে, এক দিনের সিরিজ় শুরু হবে ১৭ ডিসেম্বর থেকে। সেখানে ভারতের অধিনায়ক লোকেশ রাহুল। ১৭ তারিখের পর ম্যাচ রয়েছে ১৯ এবং ২১ ডিসেম্বর । আর টেস্ট শুরু হচ্ছে ২৬ ডিসেম্বর থেকে ।