শ্রীলঙ্কার বিরুদ্ধে দিন-রাতের টেস্টে বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে একেবারে শুরু থেকে দুরন্ত ঘুর্ণির ট্র্যাকের সামনে বিপাকে পড়ল ভারত।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু প্রথম পাঁচ ওভার শেষ হতে না হতেই ওভারে স্পিন বোলারদের আক্রমণে আনেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে। প্রথম ওভার থেকেই দেখা গেল স্পিনের ভেল্কি। বল পিচে পড়ার পর ধুলো উড়তে শুরু করে। কোনও বল সোজা গেল। কোনও বল এতটা ঘুরল যে হতভম্ব হয়ে গেলেন ব্যাটাররা।
ঘূর্ণির দোসর হয় অসমান বাউন্স। ২৩ রানের মাথায় ধনঞ্জয় ডি সিলভার যে বলটা অফ স্টাম্পের বাইরে পড়ে অনেকটা নিচু হয়ে বিরাট কোহলীর প্যাডে লাগল তাতে যে কোনও ব্যাটসম্যানকেই প্যাভিলিয়নে ফেরানোর জন্য যথেষ্ট। আউট হওয়ার পরে বেশ কিছু ক্ষণ ক্রিজে দাঁড়িয়ে ছিলেন হতভম্ব কোহলী।
ভারতে এর আগেও ঘুর্ণি পিচ নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তবে, এই টেস্টের উইকেট যেন সব কিছুকেই ছাপিয়ে গেল।
মাত্র ২৫২ রানেই শেষ হয়ে গেল টিম ইন্ডিয়ার ইনিংস। শ্রেয়স আইয়ার ৯৮ বলে ৯২ রানের ইনিংসটি না খেললে আরও কম রানে শেষ হতে পারত তা।
জবাবে ব্যাট করতে নেমেই তুমুল বিপর্যয়ের মুখে পড়ল শ্রীলঙ্কার ব্যাটিং লাইন-আপ। ৫০ রানের মধ্যেই চলে যায় তাদের প্রথম ৫ উইকেট। প্রথম দিনের শেষে শ্রীলঙ্কা ৬ উইকেট হারিয়ে তুলল ৮৬ রান।