Sri Lanka vs India: ২৭ বছর পর ইতিহাস রচনা শ্রীলঙ্কার, ঘরের মাঠে ১১০ রানে ভারতকে হারাল আসালাঙ্কার দল

Updated : Aug 07, 2024 21:59
|
Editorji News Desk

শ্রীলঙ্কার  বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে হার ভারতের। প্রায় ২৭ বছর পর ওয়ান ডে আন্তর্জাতিক ফর্মাটের সিরিজে ভারতকে হারাল শ্রীলঙ্কা। বুধবারের ম্যাচের হারার পর ২-০ ব্যাবধানে জয় পেল চারিখ আসালাঙ্কার দল। 

প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৮ রান করেছিল শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ২৬ ওভার ১ বলে ভারতের ইনিংস শেষ হয় ভারতের। ভারতের ঝুলিতে ১৩৮ রান ওঠে। ১১০ রানে ম্যাচ জিতল শ্রীলঙ্কা। 

বুধবারের এই ম্যাচে ছিলেন না পাথিরানা, দুষ্মন্ত চামিরা, নুয়ান থুসারা, দিলশান মধুশঙ্কা। এমনকি দলের তারকা অলরাউন্ডার হাসারাঙ্গাও খেলেননি এদিনের ম্যাচে। তাও ভারতের কাজ থেকে জয় ছিনিয়ে নিল শ্রীলঙ্কা। ২৭ বছর ভারতের বিরুদ্ধে কোনও ওয়ানডে না জিতলেও প্রেমাদাসা স্টেডিয়ামে নতুন ইতিহাস তৈরি করলেন দ্বীপরাষ্ট্রের ক্রিকেটাররা। 

শ্রীলঙ্কার হয়ে ওপেন করতে নামেন অভিস্কা ফার্নান্ডো। তিনি ৯৬ রান করেন। এরপর কুশল মেন্ডিস ৫৯ এবং নিশাঙ্কা ৪৫ রান করেন। তবে অভিস্কা আউট হওয়ার পর শ্রীলঙ্কার ইনিংসে ভাঙন ধরে। ভারতের হয়ে রিয়ান পরাগ তিনটি উইকেট নেন। 

যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাট করতে নেমে প্রথম থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন রোহিত শর্মা। তাঁর ঝুলিতে ওঠে ৩৫ রান। এছাড়াও ওয়াশিংটন সুন্দর ৩০ রান এবং বিরাট কোহলি ২০ রান করেন। শিবম দুবে, শ্রেয়স আইয়ার এবং ঋষভ পন্থও ব্যর্থ হয়েছেন এদিন।  

 

Sri Lanka

Recommended For You

editorji | খেলা

Indian Cricket: পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে নিরপেক্ষ ভেনুতে খেলবে ভারত, ঘোষণা আইসিসির

editorji | খেলা

Ravichandran Ashwin : অবসর নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের কান্না, গম্ভীরের কী ভূমিকা ছিল জানেন?

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ