খেলাধূলার ব্যাপারে তাঁর আগ্রহের কথা জানে গোটা দেশ। বলিউডের বাদশা হয়েও নিজে ক্রিকেট দলের মালিক। আগামী ছবি 'পাঠান' এর প্রচারের জন্য কাতার বিশ্বকাপের ফাইনালের প্রি-ম্যাচ শো'তে তাঁর থাকার কথাও অজানা নয় কারও। শনিবার টুইটারে 'আস্ক মি এনিথিং' সেশনে এক ভক্তের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সেই তিনি শাহরুখ খান জানালেন, 'হৃদয় বলছে মেসি। তবে, এমবাপের খেলাও দারুণ লাগে'!
তাঁর আসন্ন ছবি 'পাঠান'-এর মুক্তিপ্রাপ্ত গান 'বেশরম রং'-কে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় সেই বিতর্কের প্রভাবেই সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে সোশ্যাল মিডিয়া ব্যবহারের নেতিবাচক দিক নিয়ে শাহরুখ খান সোচ্চার হয়েছিলেন বলে মনে করছে ওয়াকিবহালমহল। এবার টুইটারে নিজের ভক্তদের 'পাঠান' সংক্রান্ত প্রশ্নের জবাব দিতে গিয়ে কিং খান বলেন, "পাঠান এক দেশভক্তেরই ছবি। তবে, তা অ্যাকশনধর্মী'।
আদিত্য চোপড়া প্রযোজিত ও সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান' রিলিজ করবে আগামী ২৫ জানুয়ারি।
Shah Rukh Khan took some time off his busy schedule on Saturday and hosted an ask-me-anything session on Twitter. The actor addressed a few questions regarding his forthcoming film ‘Pathaan’ which is currently courting controversy over its first song ‘Besharam Rang'.
SRK was asked by a fan if his upcoming film is patriotic, to which he replied, ‘Pathaan is also very patriotic..but in an action way.’
When asked what sort of box office he expects ‘Pathaan’ doing on its first day, King Khan answered that he is not in the business of predictions, but he is in the business of entertaining people and making them smile.
‘Pathaan’ marks Shah Rukh Khan’s return to the silver screen after a sabbatical of almost four years. The film’s team has been tight-lipped about the ongoing controversy, but SRK isn’t shying from responding to questions related to it.
Besides addressing queries about his upcoming film, his co-actors and family, SRK was asked about his favourite in the FIFA World Cup final between France and Argentina. The match will take place on December 18 and SRK will be making an appearance during the pre-match show.
A fan asked SRK about which team he would be supporting, and the actor replied, ‘Arre yaar the heart says Messi no?? But Mbappe is a treat to watch also.’
Another fan asked Shah Rukh, ‘why Cristiano Ronaldo is better than Lionel Messi?’ To this, the actor had a heartwarming response, he said, ‘Just as advice don’t keep finding better….it destroys the good!’
Also watch | Taapsee Pannu opens up on her privacy being invaded