মোদী স্টেডিয়ামে চলছে বিশ্বকাপের ফাইনাল। ২০০৩ এর পর, কেটে গিয়েছে ২০টা বছর, আবার মুখোমুখি ভারত অস্ট্রেলিয়া। ভারতকে সমর্থন করতে এদিনও আহমেদাবাদ স্টেডিয়ামে বসল চাঁদের হাট।
ফাইনালে মাঠে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন কিং কোহলি, গ্যালারিতেও তখন কিং খান। সাদা জামায় গ্যালারি আলো করে রইলেন শাহরুখ খান, ছিলেন গৌরী এবং আরিয়ানও। এছাড়া এদিন বাবা প্রকাশ পাড়ুকোনের সঙ্গে ম্যাচ দেখতে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। পাশে একেবারে চশমা পরে চিয়ার করতে দেখা যায় রণভীর সিংকেও। গ্যালারিতে উপস্থিত বলিউডের 'ড্রিম গার্ল', থুড়ি আয়ুষ্মান খুরানাও।
এছাড়াও আজ ইন্ডিয়ার সমর্থনে মাঠে উপস্থিত ছিলেন বর্ষীয়ান গায়িকা আশা ভোঁসলে। প্রতি ম্যাচের মতো এম্যাচেও উপস্থিত ছিলেন অনুষ্কা, সারা।