বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। শ্রীলঙ্কাকে ৩০২ রানে হারানোর পর ভারতের নেট রানরেট অনেকটাই বেড়েছে । বৃহস্পতিবারের ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলেছেন শুভমন গিল । আগের ম্যাচগুলোতে সেভাবে রান না পেলেও শ্রীলঙ্কার বিরুদ্ধে দারুণ খেলেছেন গিল । সেঞ্চুরি হাতছাড়া হলেও, দলের মধ্যে এদিন সর্বোচ্চ রান ছিল তাঁরই । কিন্তু, ডেঙ্গির পর এখনও পুরোপুরি ফিট নন শুভমন । নিজেই সেকথা জানিয়েছেন ব্যাটার ।
ম্যাচ শেষে শুভমন জানান, তিনি পুরোপুরি ফিট নন । ডেঙ্গিতে আক্রান্ত হয়ে চার কেজি ওজন কমিয়েছেন । শ্রীলঙ্কাকে চাপে রাখতে সংযমী ব্যাট করতে চেয়েছিলেন তিনি । একইসঙ্গে শ্রেয়াস আইআর ও মহম্মদ সিরাজের প্রশংসাও করেন শুভমন । ভারতীয় ওপেনার বলেন, "সিরাজ যেভাবে বল করেছে,তাতে আমরা উইকেটের আশা করছিলাম । সিরাজ দুর্দান্ত পারফর্ম করেছে। ও আমাদের কাজ সহজ করে দিয়েছে । আর শ্রেয়স খুবই গুরুত্বপূর্ণ ছিল আজকের ম্যাচে । দুর্দান্ত ব্যাটিং করেছেন শ্রেয়স ।