রবিবার চেন্নাই ওপেনের ফাইনালে লুকা নার্ডিকে ৬-১, ৬-৪ সেটে পর্যুদস্ত করলেন ভারতীয় টেনিস তারকা সুমিত নাগাল। এই জয়ের ফলে তিনি তাঁর কেরিয়ারে প্রথমবার বিশ্বের প্রথম ১০০ জন টেনিস খেলোয়াড়ের তালিকায় ঢুকে গেলেন। এটি সুমিত নাগালের কেরিয়ারের এটিপি চ্যালেঞ্জ ট্যুরের পঞ্চম শিরোপাজয়।
এর আগে গত জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছিলেন ভারতের এই প্রতিশ্রুতিমান টেনিস-প্রতিভা। তারপরের মাসেই রবিবারের এই শিরোপা সুমিত নাগালের কেরিয়ারকে আগামী দিনগুলোয় আরও পোক্ত করতে সাহায্য করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সোমবার দিনই নতুন তালিকা ঘোষণা হবে। যেখানে ৯৮-তম স্থানে থাকবে সুমিত নাগালের নাম। এর আগে প্রজ্ঞেশ গুনেশ্বরনও এই স্থানটি অর্জন করেছিলেন।