দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভরত কুস্তিগিরদের আটকের ঘটনায় তাঁদের পাশে দাঁড়ালেন ভারতের জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। দেশের যে কোনও খেলার প্রথম অধিনায়ক হিসাবে কুস্তিগিরদের লড়াইয়ের পাশে দাঁড়ালেন সুনীল।
টুইটারে সুনীল লিখেছেন, “কেন আমাদের কুস্তিগিরদের এই ভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে? কারও সঙ্গে এই রকম ব্যবহার করা কাম্য নয়। আমি আশা করি পুরো বিষয়টির সঠিক ভাবে মূল্যায়ন করা হবে।” রবিবার সকালে কুস্তিগিরদের আটকের ঘটনার নিন্দা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহকে গ্রেফতারের দাবিতে বেশ কিছু দিন ধরে ধর্না দিচ্ছেন কুস্তিগিররা। রবিবার নতুন সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখানোর কর্মসূচি ঘোষণা করেছিলেন তাঁরা। তার আগে যন্তরমন্তরে পুলিশের সঙ্গে বচসার জেরে আটক হন বিনেশ ফোতাগ, সাক্ষী মালিক, বজরং পুনিয়া-সহ কয়েক জন কুস্তিগির। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১৪৯, ১৮৬, ১৮৮, ৩৩২, ৩৫৩ ধারায় এফআইআর রুজু করা হয়েছে। রাতভর থানাতেই ছিলেন তাঁরা।