টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার ধ্রুব জুরেলকে প্রশংসায় ভরিয়ে দিলেন সুনীল গাওস্কর। রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে জুরেলের ৯০ রানের ফলে একটি ভদ্রস্থ জায়গায় পৌঁছে গেল টিম ইন্ডিয়া। শুধু তাই নয়, ধোনির শহরে ভবিষ্যতের আরও এক 'ধোনি'কে পাওয়ার আশাও করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। উইকেটের পিছনে ধ্রুব জুরেলের দক্ষতা তাঁদের অনেককেই মনে করিয়ে দিচ্ছে প্রাক্তন ভারতীয় অধিনায়কের কথা।
উল্লেখ্য, আগেরদিনে ৩০ রানে অপরাজিত থাকার তৃতীয় দিনে আরও ৬০ রান যোগ করলেন ধ্রুব জুরেল। টম হার্টলের বলে বোল্ড না হলে তাঁর প্রথম টেস্ট শতরানও বাঁধা ছিল।
তাঁর 'উপস্থিত বুদ্ধি'র প্রশংসা করলেন স্বয়ং গাওস্কর। সেখানে তিনি সরাসরি ধোনির সঙ্গেই তুলনা করলেন জুরেলকে।
ম্যাচের ধারাভাষ্য দেওয়া সময়ও সে কথা বলেন সুনীল গাওস্কর। 'মাঠের মধ্যে ধ্রুব জুরেলের উপস্থিত বুদ্ধি দেখে আমার মনে হচ্ছে, আমরা আরও একজন এমএস ধোনিকে পেতে চলেছি'।