আইপিএলে দুর্দান্ত রেকর্ড প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের। এখনও পর্যন্ত ১৬ বার বসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসর৷ তার মধ্যে ১২ বার প্লে অফ খেলেছে সিএসকে। আইপিএল শুরু হতে এখনও মাস দেড়েক বাকি৷ তার আগেই সিএসকে-র পারফর্ম্যান্স কেমন হতে চলেছে তা নিয়ে নিজের মতা জানালেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর।
Shiv Sena Leader Shot Dead: ফেসবুক লাইভ চলাকালীন শিবসেনা নেতাকে গুলি করে খুন, আত্মঘাতী আততায়ীও
এখনও পর্যন্ত ১২ বার প্লে অফ খেলে ৫ বার আইপিএল জিতেছে চেন্নাই। গাভাসকর মনে করেন, এবারও প্লে অফে খেলবেন মহেন্দ্র সিং ধোনিরা। সানি মনে করেন, নিলামে দুর্দান্ত ভাবে দল সাজিয়েছে সিএসকে। তাই ভালো ফল না করার কোনও কারণ নেই।
সুনীল গাভাসকরের মতে, সিএসকের দলে যেটুকু ফাঁকফোকর ছিল, সবই ভরাট করা হয়ে গিয়েছে। তাই ১৩ নম্বর বার প্লে অফ খেলা কেবল সময়ের অপেক্ষা।