কোহলি-গম্ভীরের মধ্যে বিবাদের ঘটনায়, দুই ক্রিকেটারকেই বিরাট অঙ্কের জরিমানা করা হয়েছে । কিন্তু, গাভাস্করের মতে, এই ঘটনায় জরিমানা পর্যাপ্ত শাস্তি নয় । কয়েক ম্যাচ থেকে নির্বাসিত করার মতো কড়া শাস্তির প্রয়োজন । তবেই, ক্রিকেটারদের মধ্যে ভয় ঢুকবে । এধরনের ঘটনার আগে দু'বার ভাববেন তাঁরা ।
এক সংবাদমাধ্যমকে গাভাস্কর জানিয়েছেন, খেলায় প্রতিযোগিতা থাকুক । কিন্তু সেটা যেন শুধু খেলার মধ্যেই থাকে । মাঠে প্রতিযোগিতা চলাকালীন কোনও ঘটনায় মাথা গরম হতেই পারে। কিন্তু সেটা মাঠেই শেষ করে দেওয়া উচিত । এই দিকটা বিবেচনা করে বিসিসিআইকে কড়া শাস্তির ব্যবস্থা নিতে হবে । তা না হলে এধরনের ঘটনা ঘটতেই থাকবে । গাভাস্করের মতে, একমাত্র নির্বাসনের শাস্তি দিলে তবেই ক্রিকেটাররা ঝামেলায় জড়াবেন না ।
খনউয়ের ঘরের মাঠে কে এল রাহুলদের (KL Rahul) হারানোর পরে উত্তপ্ত বাদানুবাদ হয় বিরাট ও গম্ভীরের । ড্রেসিংরুমে ফিরে বিরাট বলেন, "ইট মারলে পাটকেল খেতেই হবে। সেটা না খেতে জানলে, ইট মারা উচিতও নয়।" সোশ্যাল মিডিয়ায় বিরাটের সমর্থকদের দাবি, গৌতম গম্ভীর চিন্নাস্বামীতে গিয়ে দর্শকদের চুপ করতে বলেছিলেন। আরসিবিকে হারিয়ে বিরাটের সঙ্গেও তাঁর কঠিন দৃষ্টি বিনিময় হয়। লখনউর একেনা স্টেডিয়ামে তাই বিরাটকেও দেখা যায় আক্রমণাত্মক ভঙ্গিতে।