২০২৪ সালের টি২০ বিশ্বকাপে দেখা যাবে না ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার সুনীল নারাইনকে। কেকেআর-এর অন্যতম স্তম্ভ নিজেই একথা জানিয়েছেন।
নারিন জানিয়েছেন, তাঁর সাম্প্রতিক পারফর্মেন্স দেখে অনেকেই তাঁকে চলতি বছরের টি২০ বিশ্বকাপে দেখতে চাইছেন। তাঁরা চাইছেন অবসর ভেঙে বিশ্বকাপ ক্রিকেটে অখশ নিন সুনীল। কিন্তু তিনি বিশ্বকাপ খেলতে চান না।
নারাইন লিখেছেন, অবসরের সিদ্ধান্ত তিনি ভেবেচিন্তেই নিয়েছেন৷ আপাতত জাতীয় দলের হয়ে বিশ্ব ক্রিকেটে খেলার দরজা তিনি বন্ধই রাখবেন। নিজে না খেললেও কেকেআর তারকা ওয়েস্ট ইন্ডিজ দলকে নিয়ে খুবই আশাবাদী। তাঁর মতে, এই ক্যারিবিয়ান দল অবশ্যই টি২০ বিশ্বকাপ জিততে পারে। টিমকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।