আইপিএলে রবিবারের প্রথম ম্যাচে ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। চোটের জন্য ম্যাচটিতে খেলেননি পাঞ্জাব অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল। তাঁর জায়গায় স্ট্যান্ড-ইন অধিনায়ক হিসেবে পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দেন শিখর ধাওয়ান। তবে, অধিনায়ক বদলেও কোনও লাভ হল না পাঞ্জাবের। ম্যাচের ৭ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় পেয়ে গেল সানরাইজার্স হায়দরাবাদ। ৬'টি ম্যাচের মধ্যে ৪'টিতে জয়লাভ করে লিগ টেবিলে তারা উঠে এল চতুর্থ স্থানে। উল্টোদিকে, সপ্তম স্থানে নেমে গেল পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। দল অপরিবর্তিতই রেখেছিলেন তারকা ক্রিকেটার। উইনিং কম্বিনেশনে কোনও বদল তিনি করেননি।
পাঞ্জাবের দুই ওপেনারই ব্যাট হাতে ব্যর্থ হন। শিখর করেন ৮ রান। প্রবসিমরনের সংগ্রহ ১৪ রান। জনি বেয়ারস্টো ১২ রান ও জিতেশ শর্মা ১১ রানে আউট হলে ৬১ রানে চার উইকেট হারিয়ে ফেলে পঞ্জাব। বেশ চাপেই পড়ে যায় দল।
পঞ্চম উইকেটে লিয়াম লিভিংস্টোন ও শাহরুখ খানের ৭১ রানের পার্টনারশিপ, পঞ্জাবের হয়ে ইনিংস সামাল দেন। লিভিংস্টোন ৩৩ বলে ৬০ রানের একটি তুখড় ইনিংস খেলেন। তবে শাহরুখ ২৬ রান করলেও, তা করতে নিজের স্বভাববিরুদ্ধ ২৮ বল নেন তা করতে। একসময় লিভিংস্টোন ও শাহরুখ পঞ্জাবকে ১৮০-র দিকে এগিয়ে নিয়ে গেলেও, শেষ চার ওভারে ২০ রানে ছয় উইকেট হারিয়ে ১৫১ রানেই অল আউট হয়ে যায় পঞ্জাব। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাত্র ২৮ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন উমরান মালিক।
১৫২ রানের লক্ষ্যমাত্রা খুব কঠিন ছিল না। তবে কেনকে মাত্র তিন রানে শুরুতেই ফিরিয়ে পঞ্জাবের আশা জাগিয়ে তোলেন কাগিসো রাবাদা। গত ম্যাচে সানরাইজার্সের হিরো রাহুল ত্রিপাঠী এই ম্যাচেও শুরুটা দারুণ করেন। তবে ২২ বলে ৩৪ রান করে দারুণ ছন্দে থাকা রাহুলকে ফেরান আরেক রাহুল, পঞ্জাব কিংসের রাহুল চাহার। অভিষেক শর্মাও (৩১) তাঁরই শিকার। মিডল ওভারে দুই উইকেট নিয়ে পঞ্জাব এক সময় ম্যাচ জয়ের জন্য একেবারে ৫০-৫০ জায়াগায় ছিল। যদিও, শেষরক্ষা করতে পারল না শিখর ধাওয়ানের দল।